তথ্য প্রযুক্তিলিড নিউজ

তিন চাকার মোটরসাইকেল আনল ইয়ামাহা (ভিডিও)

এবিএনএ : তিনি চাকার মোটরসাইকেল! বিষয়টি একটু আশ্চর্যের হলে এবার এমন এক অদ্ভুত বাইক বাজারে এনেছে আন্তর্জাতিক মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা। জাপানের বিখ্যাত অটোমোবাইল সংস্থা ইয়ামাহার আত্মপ্রকাশ করা এ তিন চাকার মোটরসাইকেল নিয়ে ইতিমধ্যে সাইবার দুনিয়ায় ঝড় উঠেছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মোটরসাইকেলের নাম দিয়েছে ‘নিকেন’। জাপানি ভাষায় ‘নি’ মানে দুই। ‘কেন’ মানে তরবারি। নিকেন মানে দুই তরবারি।বিশেষ এই মোটরসাইকেলটি আসলে একটি স্পোর্টস ঘরানার বাইক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ‘৪৫তম বার্ষিক টোকিও মোটর শোতে এই এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামাহা।

Share this content:

Related Articles

Back to top button