
এবিএনএ : বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার সকাল সোয়া ১০ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলের সুর বেজে ওঠে। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন সেনাপ্রধান। বঙ্গবন্ধুর সমাধির পাশে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য করেন নতুন সেনা প্রধান।
এসময় তার সঙ্গে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী, এসবিপি, ওএসপি, পিএসসি ও ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন। এর আগে তিনি সকাল ১০ টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হ্যালিপ্যাডে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়ক পথে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আসেন। বেলা ১১ টায় তিনি হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন সেনাপ্রধান।
Share this content: