সু চি’র বিরূপ ভূমিকায় মার্কিন কূটনীতিকের পদত্যাগ

এবিএনএ : রোহিঙ্গা সংকট সমাধানে গঠিত আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেলের সদস্য বিল রিচার্ডসন পদত্যাগ করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে সু চি’র বিরূপ ভূমিকার কারণে মার্কিন এই কূটনীতিক পদত্যাগ করেন বলে জানা গেছে। মার্কিন কূটনীতিক রিচার্ডসন অভিযোগে জানান, রোহিঙ্গাদের সংকটের বিষয়টি আন্তরিকতার সঙ্গে আলোচনা করা হয়নি।
এ বিষয়ে অং সান সু চি’র ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে সু চি’র নেতৃত্বে নৈতিকতার ঘাটতি রয়েছে।’ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রিচার্ডসন জানান, সোমবার এক বৈঠকে সু চি’র সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে রিপোর্ট করতে গিয়ে মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের বিষয়ে এ বৈঠকে প্রশ্ন তোলেন তিনি। এই ইস্যু নিয়ে কথা বলতেই সু চি রেগে যান এবং এ বিষয়ে কথা বলা অ্যাডভাইজরি বোর্ড-র কাজ নয় বলে তিনি জানান। মার্কিন এই কূটনীতিক জানান, এই প্যানেল কাজের কাজ কিছু করছে না। মিয়ানমারের সরকারকে তুষ্ট রাখাই এর মূল উদ্দেশ্য।
Share this content: