আন্তর্জাতিক

লিবিয়ার ২৪ লাখ লোকের ত্রাণ প্রয়োজন : জাতিসংঘ

এ বি এন এ : বিশ্ব মানবাধিকার দিবসে লিবিয়াকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে জাতিসংঘ শুক্রবার বলেছে, লিবিয়ার লাখ লাখ লোক ও অভিবাসী চরম সংকটের মুখে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার এক বিবৃতিতে বলেন, লিবিয়ার ২৪ লাখের বেশি লোকের মানবিক সাহায্য প্রয়োজন। তাদের ওষুধ ও টিকার অভাব রয়েছে এবং তারা দুর্বল হাসপাতাল ব্যবস্থার শিকার হচ্ছে। দেশটিতে প্রায় তিন লাখ শিশু স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রায় সাড়ে তিন লাখ নাগরিক দেশের ভেতরই গৃহহীন হয়ে পড়েছে। কবলার আরো বলেন, নিজ দেশ থেকে পালিয়ে যাওয়া দুই লাখ ৭০ হাজারের বেশি অভিবাসী চরম ঝুঁকির মুখে রয়েছে এবং তারা লিবিয়ায় আটকা পড়েছে। তিনি বলেন, এর ফলে লিবিয়ায় মানবিক প্রয়োজন চরম সংকটের মুখে পড়েছে। এ জন্য সেখানে মানবিক সাহায্য জরুরি হয়ে পড়েছে।

Share this content:

Related Articles

Back to top button