লিথুনিয়ায় চীনা মোবাইল ফেলে দিতে জনগণের প্রতি আহ্বান

এবিএনএ : লিথুনিয়ার জনগণকে চীনা কোম্পানির মোবাইল ফোন ফেলে দিতে আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন করে কোনো চীনা ফোন না কেনার জন্য সতর্ক করা হয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লিথুনিয়ার জাতীয় সাইবার সুরক্ষা কেন্দ্র চীনা নির্মাতাদের ৫’জি মোবাইল পরীক্ষা করেছে। গবেষকরা দেখেন যে, একটি শাওমি ফোনে বিল্ট-ইন সেন্সরশিপ সরঞ্জাম ছিল। আরেকটি হুয়াওয়ে মডেল সাইবার আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ বিষয়ে লিথুনিয়ার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মার্গিরিস আবুকেভিসিয়াস বলেন, আমাদের পরামর্শ হলো নতুন চীনা ফোন না কেনা।গবেষকরা আরও দেখেন যে, শাওমি ডিভাইসটি এনক্রিপ্ট করা ফোন ব্যবহারের তথ্য সিঙ্গাপুরের একটি সার্ভারে স্থানান্তর করছিল।সাইবার সুরক্ষা কেন্দ্র বলছে, এটা কেবল লিথুনিয়ার জন্যই নয়, বরং শাওমি ডিভাইস ব্যবহার করা সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
Share this content: