খেলাধুলালিড নিউজ

লিটনের হাফ সেঞ্চুরি; উল্টো লিড নিল বাংলাদেশ

এবিএনএ : চট্টগ্রাম টেস্টের শেষ দিনের চ্যালেঞ্জ খুব দারুণভাবে মোকাবেলা করে চলছে বাংলাদেশ। অবিচ্ছিন্ন জুটিতে লড়াই করছেন মুমিনুল হক এবং লিটন দাস। সেঞ্চুরির কাছাকাছি থাকা মুমিনুলের পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসও। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের জুটিতে এসেছে ১১৯ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে কেটে গেছে ইনিংস হারের শংকা। শ্রীলঙ্কার ২০০ রান অতিক্রম করে উল্টো লিড নিয়েছে বাংলাদেশ। দিনের বাকী দুই সেশনে এমন দুর্দান্ত ব্যাটিং করলেই ম্যাচ বাঁচানো কঠিন কিছু নয়।

৩ উইকেটে ৮১ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই সতর্ক ছিলেন অপরাজিত মুমিনুল হক এবং নতুন ব্যাটসম্যান লিটন দাস। ধীরে ধীরে তারা উইকেটে সেট হয়ে যান। ৭৮ বলে ১ চার ১ ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। এরপর প্রথম ইনিংসে বাজেভাবে আউট হয়ে সমালোচিত লিটন দাস ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন ৯৩ বলে ৬ বাউন্ডারিতে।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসেই ৭১৩/৯ রানের পাহাড় গড়েছে দিনেশ চান্দিমালের দল। শ্রীলঙ্কার চেয়ে ২০০ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে দিনের শেষ সময়টুকুতেই তিন শীর্ষ ব্যাটসম্যান তামিম ইকবাল (৪১), ইমরুল কায়েস (১৯) এবং মুশফিকুর রহিম (২)।

Share this content:

Back to top button