এ বি এন এ : ক্যামেরার সামনে কাজ করা অনেক কঠিন। তবে সরাসরি (লাইভ) অনুষ্ঠান আরও বেশি কঠিন মনে হয় বলিউড তারকা পরিণীতি চোপড়ার কাছে। তারপরেও লাইভ তাঁর কাছে বেশি মজার।
এ বি এন এ : ক্যামেরার সামনে কাজ করা অনেক কঠিন। তবে সরাসরি (লাইভ) অনুষ্ঠান আরও বেশি কঠিন মনে হয় বলিউড তারকা পরিণীতি চোপড়ার কাছে। তারপরেও লাইভ তাঁর কাছে বেশি মজার।
তারকা নির্মাতা করণ জোহর, র্যাপার বাদশা, অভিনেতা বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আদিত্য রায় কাপুর, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের মতো তারকাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যোগ দেওয়ার আনন্দের কথাও জানান এই অভিনেত্রী। বলেন, ‘আমরা সবাই খুব মজা করেছি। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দময় একটা ভ্রমণ।’
সম্প্রতি ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী।