আন্তর্জাতিকলিড নিউজ

লন্ডনে আবারো পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত ১

এবিএনএ : যুক্তরাজ্যের উত্তর লন্ডনে একটি মসজিদের কাছে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। লন্ডন পুলিশ এ হামলাকে ‘গুরুতর ঘটনা’ বলেই মনে করছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, রবিবার রাতে উত্তর লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদের কাছে এই হামলায় পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দেয়া হয় এবং অনেকেই আহত হন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, হামলার শিকার বেশিরভাগ লোকই সারাদিনের রোজা শেষে ইফতার এবং সন্ধ্যার নামাজ আদায় করে যাচ্ছিলেন। ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলছে, একটি ভ্যান ‘ইচ্ছাকৃত-ভাবে’ মুসুল্লিদের ওপর দিয়ে চালিয়ে দেয়া হয়েছে।
হামলার ঘটনার পরপরই অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লোকজন আহতদের সাহায্য করতে এগিয়ে আসার পর সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আহত একজনকে রাস্তাতেই সিপিআর দিতে দেখা যায়। পাশেই মাথায় আঘাত পাওয়া একজনকে তাৎক্ষণিক অস্থায়ী ড্রেসিং করা হয়।

Share this content:

Back to top button