খেলাধুলা
লঙ্কানদের সামনে ৩২৫ রানের টার্গেট বেঁধে দিল বাংলাদেশ

এবিএনএ : ডাম্বুলায় প্রথম ওডিআইতে লঙ্কানদের সামনে ৩২৫ রানের টার্গেট বেঁধে দিয়েছে বাংলাদেশ। তামিমের সেঞ্চুরি, সাব্বির ও সাকিবের ফিফটির উপর ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে এটাই টাইগরাদের সর্বোচ্চ ইনিংস। ডাম্বুলাতেও শ্রীলঙ্কার বিপক্ষে এত রান কেউ করতে পারেনি।
বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ১৪২ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তামিমের ইনিংসে ১৫ টি চার ও ১ টি ছয়ের মার ছিল। সাকিব ৭১ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ফিফটি করা পর্যন্ত সাকিব মাত্র ১ টি চার মারলেও ফিফটি পূর্ণ করে রুদ্রমূর্তি ধারন করে সাকিব। এরপর ৩ চার ও ১ টি ছয় মেরে দ্রুতই পৌঁছে যায় ৭২ রানে। লাকমালের একটি স্লোয়ারে ফাইন লেগে ক্যাচ তুলে দেন এই সেরা অলরাউন্ডার। সাকিবের বিদায়ের পর মোসাদ্দেক ও তামিমের বিদায়ের পর মাহমুদুল্লাহ ক্রিজে আসেন। দুজনেই দুটি ঝরো ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন। মোসাদ্দেক ৯ বলে ২৪ ও মাহমুদুল্লাহ ৭ বলে ১৩ রান করেছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে সৌম্য বিদায় নিলে ক্রিজে আসেন সাব্বির। উইকেটে নেমেই তিনি কাউন্টার এ্যাটাক শুরু করেন। ৫৬ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলে বিদায় নেন সাব্বির। সাব্বিরের মারমুখী ইনিংসে ১০ টি চারের মার ছিল।সাব্বিরের বিদায়ে তামিম ও সাব্বিরের ৯০ রানের জুটি ভেঙ্গে যায়। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। ২ বলে ১ রান করে তিনি লক্ষণ সান্দাকানের বলে আউট হয়ে ফিরে যান।
সুরঙ্গা লাকমালের করা প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তামিম।টাইগারদের হয়ে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে মেহেদি হাসান মিরাজের।
লঙ্কানদের পক্ষে লাকমাল ২টি, সান্দাকান, গুনারত্নে ও কুমারা ১ টি করে উইকেট লাভ করেন।
Share this content: