জাতীয়বাংলাদেশলিড নিউজ

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭, এক পরিবারের ছয়জন

এবিএনএ: লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-চৌমহনী আঞ্চলিক সড়কের রতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জের সাদারঘর এলাকার শাহ আলম, তার ছেলে অমিত হোসেন, মেয়ে সামছুন নাহার, নাছিমা আক্তার, রোকেয়া বেগম ও জামাই রুবেল হোসেন। নিহত অটোরিকশাচালক নুর হোসেন একই উপজেলার নেয়ামতপুর এলাকার বাসিন্দা।। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল্লাহ জানান, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তরকে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে তার পারিবারের লোকজন হাসপাতালে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হন।

Share this content:

Back to top button