জাতীয়বাংলাদেশলিড নিউজ

লকডাউন শেষ হওয়ার পর ঢাকায় ফিরুন: মেয়র তাপস

এবিএনএ : পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পর ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অনুরোধ জানান।

মেয়র তাপস বলেন, ‘নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মা, পরিবার পরিজনের কাছে ঈদ করতে গিয়েছেন; যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদের ঢাকায় ফেরার অনুরোধ করছি।’ তাপস আরও বলেন, আমরা করোনা মহামারির মাঝে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

Share this content:

Related Articles

Back to top button