আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

র‌্যাব-১০ এর আভিযানে রাজধানীর সবুজবাগ হতে অপহৃত সরকারী কর্মচারী উদ্ধার; অপহরণকারী চক্রের ১ জন গ্রেফতার

এবিএনএ: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বদা আইন শৃংখলা রক্ষা, আইন লংঘনকারীকে বিচারের আওতায় আনা জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী, ছিনতাইকারী, প্রতারক চক্র, মাদক, ভেজাল বিরোধী অভিযান চালিয়ে আসছে। এছাড়াও নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে র‌্যাব প্রতিনিয়ত অপহরণকারী চক্রসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার অভিযান পরিচালনা করে থাকে।
গত শনিবার ভিকটিম মোঃ আকরাম হোসেন (৪০), পিতা-মৃত আরশেদ আলী শেখ, সাং-খালাসপির, থানা-পিরগঞ্জ জেলা-রংপুর, বর্তমানে-৬৮ নং ওয়ার্ড, বিক্রমপুর প্লাজা, হাজী নগর, ডেমরা ঢাকাকে অপহরণকারী একটি চক্র প্রলোভিত করে ডিএমপি ঢাকা সবুজবাগ থানাধীন ১০১/ডি ৬ষ্ঠ তলা বাড়ির নিচ তলায় উত্তর পাশের্^র ফ্লাটে নিয়ে আটক করে হাত পা বেধে পিস্তল, চাপাতি, চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার পরিবারের লোকজনের কাছে ০২ দুই লক্ষ টাকা দাবি করে এবং বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এরই প্রেক্ষিতে ভিকটিমের ছেলে র‌্যাব-১০ এ অভিযোগ দায়ের করলে র‌্যাব-১০ এর একটি আভিযানিকদল ০৭ এপ্রিল রবিবার বিকালে মেজর মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর নেতৃত্বে ডিএমপি ঢাকা সবুজবাগে অভিযান পরিচালনা করে হাত পা বাধা অবস্থায় ভিকটিম মোঃ আকরাম হোসেন (৪০) কে উদ্ধার করে এবং অপহরণকারী চত্রের ০১ জন সদস্য মোঃ সাজ্জাদ হোসেন অন্তর (২৫), গ্রাম-সাতপাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে অপহরেণকাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল, ১টি চাপাতি, ২াট চাকু ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও অপহরণের পর হাতিয়ে নেয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে ঘটনাস্থল হতে আসামী মোছাঃ দিপা (২৮), পিতা-মোছলেহ উদ্দিন, সাং-গোড়ান, থানা-সবুজবাগ, ঢাকা, মোঃ সজল (২২), পিতা-অজ্ঞাত,সাং-অজ্ঞাত, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, মোঃ ফারুক হোসেন, পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, মোঃ মহসিন (১৯), পিতা-অজ্ঞাত, সাং-সাতপাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা কৌশলে পালিয়ে যায়। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার সবুজবাগ থানায় ভিকটিম নিজে বাদী হয়ে একটি অপহরণের মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share this content:

Related Articles

Back to top button