খেলাধুলালিড নিউজ

কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম

এবিএনএ : উদ্বোধনী জুটি দুর্দান্ত সূচনা করলেও পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৩ রানেই শেষ চিটাগং ভাইকিংয়ের ইনিংস।
প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের জন্য প্রয়োজন ১৪৪ রান। টসে জিতে কুমিল্লা চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।
প্রথমে ব্যাট করে ভালো সূচনা করেছিল দলটি। চিটাগং ভাইকিংসের আইনক ক্রিকেটার সৌম্য সরকার ও লুক রনচি মাত্র ৩৫ বলে ৬৩ রান করে তুলে নেন।
ব্যক্তিগত ৪০ রানে লুক রনচি আউট হলে ব্যাটিং দৈন্যতায় পড়ে চিটাগং ভাইকিং। নির্ধারিত ওভারে ৭ উইকেটে তাদের ইনিংস শেষ হয় ১৪৩ রানে। দলের পক্ষে সৌম্য সরকার ৩৮, দিলশান মুনাবিরা ২১ ও সিকান্দার রাজা ১৮ রান করেন। প্রতিপক্ষের সাইফ উদ্দিন ২৪ রানে ৩টি ও ডোয়াইন ব্রাভো ২৯ রানে ২টি উইকেট নেন।

দুই দলে যারা খেলছেন-

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস, লিটন দাস (উইকেট রক্ষক), মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফউদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল-আমিন হোসেন।

চিটাগং ভাইকিংস: এনামুল হক, সৌম্য সরকার, মিসবাহ উল হক (অধিনায়ক), লুক রনকি (উইকেট রক্ষক), সিকান্দার রাজা, লুইস রিস, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, দিলশান মুনাবিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button