বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সিলেটের উপজেলা কমিটির হিসাব নিলেন ওবায়দুল কাদের

এবিএনএ: সিলেটের ১৩টি উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ও কমিটির হিসাব-নিকাশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সিলেট জেলার নেতাদের কাছে জানতে চান কয়টি উপজেলার কমিটি আছে এবং কিভাবে সেগুলো পরিচালিত হচ্ছে। তিনি আরও জানতে চান এই শোকের মাস আগস্টে কোন উপজেলার নেতারা কি কি কার্যক্রম করেছেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ছয়টি উপজেলায় আমাদের নতুন কমিটি রয়েছে। এরমধ্যে একটি পূর্ণাঙ্গ করা হয়েছে। আর বাকি ৭টি উপজেলায় পুরাতনদের দিয়েই চলছে। তিনি আরও বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রতিটি উপজেলায়ই বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। এরপর এ বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন, ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুর পর জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছে। সুফিয়ান চৌধুরীর মৃত্যুর পর জেলা আওয়ামী লীগ আর কোন উপজেলার কমিটি করতে পারেনি। তখন উপস্থিত নেতারাও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানের রাজনৈতিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কথা নিয়ে আলোচনা করেন। এসময় কয়েকজন বলেন, লুৎফুর রহমান দলীয় ও সরকারি কোন অনুষ্ঠানে উপস্থিত হন না বললেই চলে। কিন্তু জেলা পরিষদের সবকিছুতেই তাকে পাওয়া যায়। তার বিরুদ্ধে থানা থেকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দায়ে আটক হওয়া জামায়াত সমর্থক ডাক্তারকে ছাড়িয়ে আনা, ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নামা ব্যক্তির পক্ষে আদালতে উঠা এবং প্রত্যয়ন পত্র দেওয়ার মত অভিযোগ রয়েছে। সভায় আওয়ামী লীগের অফিসের বিষয় আলোচনায় উঠলে জেলা পরিষদের খালি জায়গা থেকে আওয়ামী লীগকে জায়গার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের।এসময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button