
এবিএনএ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজকের ম্যাচে শফিউলের বদলে চূড়ান্ত একাদশে লিটন দাস। টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ তেমন প্রতিরোধই গড়তে পারেনি। তবে প্রথম টি-২০ ম্যাচে লড়াই করে হেরেছে বাংলাদেশ। মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে জয়ের আশা দেখিয়েও শেষ পর্যন্ত ২০ রানে হারে বাংলাদেশ। প্রথম টি-২০ ম্যাচে তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাদের মধ্যে তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম বল হাতে একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রুবেল হোসেন কিছুটা ভালো করেছেন।
আজ রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে সাকিব বাহিনী। পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। আজ কিছুটা রদবদল হতে পারে টাইগার একাদশে। প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে দুই একজনের পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে চূড়ান্ত একাদশে ঢুকে যেতে পারেন নাসির হোসেন অথবা লিটন দাস। সেক্ষেত্রে বাদ যেতে পারেন পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) , হাসিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারডিন, এন্ডিলে ফেলুখায়ো, রবি ফ্র্যালিঙ্ক, ডেন পিটারসন, ব্যুরান হ্যান্ডরিক্স ও তাবরিজ শামসি।
Share this content: