বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘তারেককে রাজনীতি থেকে দূরে রাখতেই এ রায়’

এ বি এন এ : রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনীতি থেকে দূরে রাখার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন লন্ডন সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে তারেক রহমানের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া এ রায় রাজনৈতিক প্রতিহিংসা মূলক। রাজনীতি থেকে তারেক রহমানকে দূরে রাখতেই এ রায় দেয়া হয়েছে।
সকালে অর্থপাচার মামলায় তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।মুদ্রাপাচার মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামি গিয়াস উদ্দিন আল মামুনের বিচারিক আদালতে দেয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। মামলায় তারেক ও মামুনকে ২০ কোটি টাকা করে জরিমানারও আদেশ দেন আদালত। ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করা এ মামলায় তারেক-মামুনের বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই।

Share this content:

Back to top button