বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘রোহিঙ্গা ইস্যুতে মিথ্যাচারে লিপ্ত রয়েছেন খালেদা জিয়া’

এবিএনএ : রোহিঙ্গা ইস্যুতে খালেদা জিয়া এবং তার দল মিথ্যাচারে লিপ্ত রয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। আর খালেদা জিয়া এবং তার দল সমালোচনা ও মিথ্যাচারে লিপ্ত রয়েছেন।আজ রবিবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠনের দেওয়া সোলার প্যানেলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী গ্রহণকালে তিনি এ কথা বলেন।

বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের সময় অসংলগ্ন কথাবার্তা বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক দৈন্যতার পরিচয় দিয়েছেন।  ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সংকটে খালেদা জিয়া ও তার দল পাশে থাকেনি। আর রোহিঙ্গা ক্যাম্পে এসে এক/দুই দিন থেকে চলে গেছেন ফটোসেশন করে। রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণের নামে সাত দিনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে রাখেন তিনি। এরপরও সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কারণ দেরিতে হলেও তিনি রোহিঙ্গাদের পাশে এসেছেন।তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটে আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সারা দুনিয়া প্রশংসা করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই এক বাক্যে বাংলাদেশের প্রশংসা করেছেন। কিন্তু বিএনপির কাছে এসব কিছুই নয়।এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনে মিয়ানমারের ওপর জাতিসংঘের অবরোধ আরোপ করা উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মিয়ানমারে জাতিগত যে নিপীড়ন চলছে তা গণহত্যার শামিল। প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিকতার দ্বার উন্মোচন করেছেন শেখ হাসিনা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

Share this content:

Related Articles

Back to top button