
এবিএনএ : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গাদের ব্যাপারে বর্তমান সরকার খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের সেবায় অস্থায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী টেকনাফের শামলাপুর, নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, উনিচিপ্রাং ও উখিয়ার বালুখালীতে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করব মিয়ানমার সরকার অবিলম্বে আনান কমিশন বাস্তবায়নে কাজ শুরু করবে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেবে।
তিনি বলেন, ত্রাণ ও খাবারের পাশাপাশি রোহিঙ্গাদের চিকিৎসায় মেডিকেল টিম কাজ করছে। এরই মধ্যে সরকারি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ ইপিআই কার্যক্রমের মাধ্যমে ৭০ হাজার রোহিঙ্গা শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও হাম রুবেলার টিকা দেয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের সবাইকে আন্তরিকতার সঙ্গে নির্যাতিত রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আহবান জানান মো. নাসিম।
এ সময় রামুর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, মহাসচিব ডা. আজিজ, যুগ্মসাধারণ সম্পাদক উত্তমকুমার বড়ুয়া, বিএমএস সহসভাপতি ডা. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিএমএ সেক্রেটারি ডা. ফায়সাল ইকবাল, সহসভাপতি ডা. শফিউল আজম, জেলা সির্ভিল সার্জন আবদুস সালাম, জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. পুছনো প্রমুখ উপস্থিত ছিলেন।
Share this content: