বিনোদন

রূপবতী আনুশকা

এ বি এন এ : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। অভিষেক চলচ্চিত্রে অভিনয় করেই আলোচনার জন্ম দেন তিনি।

তামিল ও তেলেগু ভাষার একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আনুশকা। চরিত্রের প্রয়োজনে নিজেকে অসংখ্যবার ভেঙেছেন তিনি। তার রূপের জৌলুস আর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন দর্শক। অসাধারণ অভিনয়ের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার।

আনুশকা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- সুপার, নন্দিনী, ভিক্রমারকুডু, রেন্ডু, আস্ট্রাম, অরুন্ধতি, ডন, বাহুবলি : দ্য বিগিনিং  প্রভৃতি। বর্তমানে তিনি বাহুবলি : দ্য কনক্লুশন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

Anushka_Shetty

ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন আনুশকা শেঠি

Anushka_Shetty

ব্যাঙ্গালুরুতে স্কুল জীবন কাটিয়েছেন আনুশকা

Anushka_Shetty

মাউন্ট কারমেল কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন আনুশকা

Anushka_Shetty

ভারত ঠাকুর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন যোগ প্রশিক্ষকও ছিলেন আনুশকা

Anushka_Shetty

২০০৫ সালে সুপার শিরোনামের তেলেগু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন এই অভিনেত্রী

Anushka_Shetty

২০০৬ সালে রেন্ডু সিনেমার মাধ্যমে তামিল ভাষার চলচ্চিত্রে পা রাখেন আনুশকা শেঠি

Anushka_Shetty

ভেদম  সিনেমায় সারোজা চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা কুড়ান এই অভিনেত্রী

Anushka_Shetty

অরুন্ধতি’র মতো অসংখ্য তামিল তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেন আনুশকা

Anushka_Shetty

২০০৯ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেন এই অভিনেত্রী

Share this content:

Related Articles

Back to top button