জাতীয়বাংলাদেশলিড নিউজ

রূপগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৩

এবিএনএ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭০টি এম-১৬ রাইফেল, দু’টি রকেট লঞ্চার, ৪০টি ম্যাগজিন, গ্রেনেড ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসব অস্ত্র মজুদের সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ তিনজনকে আটক করেছে। তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মাহমুদুল ইসলাম জানান, গত বুধবার রকেট লঞ্চারসহ শরীফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নদীরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন।

Share this content:

Related Articles

Back to top button