এবিএনএ: রোববার (১২ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটেই কিলিয়ান এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে। তিনি যেন মৌচাকে ঢিল ছুড়লেন। এরপর বার্সা একের পর এক রিয়ালকে হুল ফোটাল।প্রথমার্ধেই চার-চারবার রিয়ালের জালে বল জড়াল। ছিটকে দিলো শিরোপা জয়ের সম্ভাবনার দুয়ার থেকে।
শেষ পর্যন্ত রিয়ালকে ৫-২ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কোপার রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তোলে কাতালানরা। অন্যদিকে শিরোপা জয়ে বার্সেলোনাকে ছোঁয়ার সুযোগ হারিয়ে আরও একবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রিয়ালকে। ম্যাচের পঞ্চম মিনিটে পাল্টা আক্রমণে উঠে এমবাপ্পের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে ২২ মিনিটে সমতায় আনেন উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। দারুণ দক্ষতায় ডি বক্সে ঢুকে গোল করেন তিনি।