জাতীয়বাংলাদেশলিড নিউজ

রিজার্ভের টাকা বড় প্রকল্পে ব্যবহারে সম্মতি

এবিএনএ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা সরকারের বড় প্রকল্পগুলোতে ব্যবহারের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল ফান্ড গঠনের এই প্রস্তাব আজ সোমবার মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হওয়া এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, এ তহবিলের আকার হবে ১০ বিলিয়ন ডলারের। তবে প্রাথমিকভাবে ২ বিলিয়ন দিয়ে এটা শুরু হবে। প্রতি বছর ২ বিলিয়ন করে পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলারের তহবিল হবে।

Share this content:

Back to top button