এবিএনএ : উচ্চ আদালতে রায় ঘোষণার ছয় মাসের মধ্যে তাতে সই করতে হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। আজ রোববার বিচারপতিদের আচরণবিধি সংশোধন করে এই রায় ঘোষণা করেন উচ্চ আদালত।
এই রায়ে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের প্রতি ৪০টি নির্দেশনা ও পর্যবেক্ষণ দেয়া হয়েছে। আজ এ সংক্রান্ত মামলায় ১০৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে।
২০০৩ সালের ১ অক্টোবর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আইনজীবীদের একটি সমাবেশে বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের বিরুদ্ধে একজন আসামিকে জামিন দেয়ার জন্য টাকা নেয়ার অভিযোগ করেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি ওই বিচারপতিকে অপসারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেন। রাষ্ট্রপতির সেই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিচারপতি সাইদুর রহমান। রিটের শুনানি শেষে গত বছর হাইকোর্ট সাইদুর রহমানের অপসারণের আদেশ বহাল রাখেন। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান সাইদুর রহমান। গত বছরের ১৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি করে হাইকোর্টের আদেশই বহাল রাখেন। আজ সেই রায়ের পূর্ণাঙ্গ কপি ও পর্যবেক্ষণ প্রকাশিত হয়।