এবিএনএ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, প্রতিনিধিদল এসময় রাষ্ট্রপতিকে বিডিআরসিএস এর সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল বিডিআরসিএস ও হলি ফ্যামিলি হাসপাতালের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিডিআরসিএস এর উন্নয়নের লক্ষ্যে তাঁর সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, বিডিআরসিএস হচ্ছে একটি মানবিক ও মর্যাদাসম্পন্ন সংগঠন।
তিনি বিডিআরসিএস সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান যাতে তাদের সকলে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময়ে দুস্থ মানবতার সেবা করতে পারেন। বিডিআরসিএস সভাপতি আবদুল হামিদ সংগঠনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বাস দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।