
এবিএনএ: প্রথম দফা সংলাপে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর মিথ্যা ও গায়েবি মামলার তালিকা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর কাছে এ তালিকা দেন। মিথ্যা ও গায়েবী এসব মামলায় অন্তর্ভূক্ত নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানী বন্ধ করার পাশাপাশি প্রত্যাহারেরও অনুরোধ জানানো হয়েছে।
তালিকা প্রসঙ্গে দেয়া এক চিঠিতে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, গত কয়েকবছর ধরে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে, যা গতকাল পর্যন্ত অব্যাহত আছে। গত ১লা সেপ্টেম্বর থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক হারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করছে এবং রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে। এ ধরনের ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা নি:সন্দেহে গভীর উদ্বগজনক। ন্যুনতম কোন সত্যতা কিংবা প্রমাণ না থাকলেও নেতাকর্মীদের এ ধরনের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিনিয়ত জড়ানো হচ্ছে। আশ্চর্য হলেও সত্য যে, বিএনপি ও অঙ্গ সংগঠনের মৃত কিংবা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরকেও মিথ্যা মামলায় আসামী করা হয়েছে।
Share this content: