এবিএনএ : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত সব রাষ্ট্রদূতকে ২০ জানুয়ারির মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত ২৩ এ ডিসেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। কিন্তু আমেরিকার অন্য প্রেসিডেন্টের চেয়ে ট্রাম্প রাষ্ট্রদূতদের তাড়াতে বেশি তাড়াহুড়ো করছেন।
নিউজিল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক গিলবার্ট নিজের ব্যাগপত্র গোছাতে এক সপ্তাহ বেশি সময় চেয়েছিলেন। কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নির্বাচনের ফল নিয়ে আগে থেকেই হতাশায় ছিলেন গিলবার্ট। অবসরের মানসিক প্রস্তুতি সেরে রেখেছিলেন ওবামার প্রিয় এ সহচর।
কিন্তু শেষ মুহূর্তে এত বড় ধাক্কা খাবেন বুঝতে পারেননি। মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রদূতদেরও পদত্যাগ করতে হয়। কিন্তু আগে স্কুলগামী বাচ্চাদের পড়াশুনাসহ বিভিন্ন কারণে রাষ্ট্রদূতদের গুছিয়ে নিতে সময় বাড়ানো হতো।
এদিক দিয়ে ট্রাম্প বেশ কঠোর। ২০ জানুয়ারি থেকে ক্ষমতায় আরোহনের পর সাবেক প্রেসিডেন্ট ওবামার কোনো লোককেই নিজ ঘরে দেখতে চান না ট্রাম্প।