আন্তর্জাতিকলিড নিউজ

টরন্টোতে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ১৩, নিহত ২

এবিএনএ: কানাডার টরন্টোতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে টরন্টোর গ্রিকটাউন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশি অভিযানে আততায়ী নিহত হয়েছেন। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টরন্টো পুলিশ হামলাকারীর নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও ঠিক কতজন এ ঘটনায় হতাহত হয়েছেন, তা স্পষ্ট করেনি।জোডি স্টেইনহাওয়ার নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরায় ছিলেন। হঠাৎ করেই তারা ১০ থেকে ১৫টি বিকট শব্দ পান। প্রথমে তাদের মনে হয়েছিল, বোধ হয় বাজি ফোটানো হচ্ছে। দৌড়ে রেস্তোরার পেছনে চলে যাওয়ার সময় তারা লোকজনের চিৎকার শুনতে পান।

Share this content:

Back to top button