আমেরিকা

রাশিয়ার বিরোধীরা নির্বোধ: ট্রাম্প

এবিএনএ : রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বোকা ও নির্বোধ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ছিল এমন এক গোয়েন্দা তথ্য প্রকাশের পর শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিন্ন ভিন্ন বার্তায় এমন মন্তব্য করেন ট্রাম্প।
বার্তায় ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে মিলিতভাবে পারস্পরিকসহ বিশ্বের অনেক সমস্যা সমাধানের সুযোগ রয়েছে।

 

 

তিনি বলেন, নিজেদের সার্ভার রক্ষা না করতে পারার ব্যর্থতার দায় চাপিয়ে দিতেই ডেমোক্রেট শিবির এসব অভিযোগ ছড়িয়ে বেড়াচ্ছে।
টুইট বার্তার ওই সিরিজে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি ‘ভালো বিষয়’। কেবল বোকা ও নির্বোধেরাই এই সম্পর্ক স্থাপন খারাপ হবে বলে ধারণা করবে।
তিনি বলেন, আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাশিয়া যুক্তরাষ্ট্রকে অনেক বেশি সম্মান দেখিয়ে আসছে।
এর আগে নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বিভিন্ন সময় রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরির বিষয়ে মত দিয়েছেন।

Share this content:

Back to top button