
এবিএনএ : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক চলছে। শিক্ষার্থীদের ২০ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন ঊর্ধ্বতন নেতাও উপস্থিত রয়েছেন। এর আগে দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে থেকে ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে যাচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে। আমরা বৈঠক করে এসে সিদ্ধান্ত জানাব। তার আগ পর্যন্ত আন্দোলন চলবে।
Share this content: