এ বি এন এ : রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদের নেতৃত্বে মিছিল শুরু হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হয়।
মিছিলটি বেলা সোয়া ১২টার দিকে সাবেক শেরাটন হোটেলের সামেন এসে পুলিশি বাধার সম্মুখীন হয়।
বাধা উপেক্ষা করে মিছিলটি আগানোর চেষ্টা করলে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
পুলিশ জানিয়েছে, মিছিলটি কয়েকবার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।