জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাবি শিক্ষিকার ‘সুইসাইড নোট’ উদ্ধার

এ বি এন এ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আক্তার জাহান জলির লাশ উদ্ধার করা হয় শুক্রবার বিকেলে। এরপর ল্যাপটপের নিচে তার নিজ হাতে লেখা ‘সুইসাইড নোট’টি পাওয়া যায়। উদ্ধারকৃত সুইসাইড-নোটটি পুরোপুরি যেমন ছিল- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শারীরিক, মানসিক চাপের কারণে আত্মহত্যা করলাম। সোয়াদকে যেনো ওর বাবা কোনোভাবেই নিজের হেফাজতে নিতে না পারে। যে বাবা নিজের সন্তানের গলায় ছুরি ধরতে পারে, সে কোনো সময় সন্তানকে মেরেও ফেলতে পারে বা মরতে বাধ্য করতে পারে। আমার মৃতদেহ ঢাকায় না নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেয়ার অনুরোধ করছি।’   উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক তানভির আহমদের সঙ্গে দীর্ঘদিন সংসার করেন আকতার জাহান। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে শিক্ষকদের জন্য বরাদ্দকৃত ওই আবাসিক ভবনে (জুবেরি) একা থাকতেন আকতার জাহান। আর তাদের ছেলে (সোয়াদ) ঢাকায় নানির বাড়ি থেকে পড়াশোনা করে।

Share this content:

Related Articles

Back to top button