জাতীয়বাংলাদেশলিড নিউজ

পঞ্চগড়ে নৌকাডুবি আরও ৬ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪৯

এবিএনএ: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে। এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ২৪ জন নারী, ১৩ জন শিশু ও ১২ জন পুরুষ রয়েছেন। এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) ২৫ জনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) নদীর বিভিন্ন এলাকা থেকে ওই ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম জানান, পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আট ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের মধ্যে পলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৫), প্রিয়ান্তা রানী (৫), খুকি রানী (৩৫), প্রলিমা রানী (৫৫), তারা রানী (২৪), শোনেকা রানী (৬০), ফাল্গুনি রানী (৫৫), প্রমিলা রানী (৭০), ধনবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শিমলা রানী (৩৫), নৌকার মাঝি হাসান আলী (৫২), উশোষী রানী (২), তনুশ্রি রানী (২), শ্রেয়শী রানী (২), বিমল চন্দ্র (৪৫), শ্যামলি রানী (৩৫), জোতিষ চন্দ্র (৫৫) ও রূপালি রানীর (৩৫) নাম জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বী। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়। এ পরপরই এসব হতাহতের ঘটনা ঘটে।

Share this content:

Related Articles

Back to top button