বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সিইসির সঙ্গে বৈঠকে আ’লীগ

এবিএনএ : প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসেছে।সোমবার দুপুর ১২টায় সিইসির সভাকক্ষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে বসে।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাউসার, ঢাকা বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সচিব রাশেদুল হক ও আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এ ছাড়া বৈঠকে চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সচিব উপস্থিত আছেন। গাজীপুর সিটির নির্বাচন নিয়েই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে আওয়ামী লীগের এ প্রদিনিধিদলটি এসেছেন বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম। গতকাল রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে।

Share this content:

Back to top button