খেলাধুলালিড নিউজ

শিরোপার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

এবিএনএ : ক্রিকেট বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। লন্ডনের লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তা ১৫ মিনিট বিলম্বে অর্থাৎ বিকেল পৌনে ৪টায় শুরু হচ্ছে।

১৯৮৩ সালের পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জেতেনি ইংল্যান্ড। গত ৩ জুলাই ডারহামে লিগ পর্যায়ে ১১৯ রানের জয়টি ছিল বিশ্বকাপে ৩৫ বছর পর কিউইদের বিপক্ষে ইংলিশদের জয়। দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ নয় ওডিআই ম্যাচের সাতটিতে ইংল্যান্ড জিতলেও সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ডই। মুখোমুখি ৮৬ ওডিআই ম্যাচের ৪৩টিতে কিউইরা এবং ৪১টিতে ইংলিশরা জিতেছে। টাই হয়েছে দুটি ম্যাচ।

Share this content:

Back to top button