জাতীয়বাংলাদেশলিড নিউজ

২৩ মে পর্যন্ত বাড়লো লকডাউন, প্রধানমন্ত্রীর অনুমোদন

এবিএনএ : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন‌্য বাড়‌ানো হয়েছে। ১৭ ম‌ে থেকে ২৩ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ মে) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, ঈদে বাড়ি যাওয়া জনস্রোত এর  ঢাকা ফেরা নিয়ে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ বিষয়টি মাথায় রেখে আরেকদফা লকডাউন বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এতে আগের শর্তগুলোই বহাল থাকবে।

জানা গেছে, ঈদে যেসব মানুষ শহর ছেড়ে গ্রামে গেছে, তারা কীভাবে ফিরবে, বিধিনিষেধে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হতে পারে। তাছাড়া শর্ত সাপেক্ষ সীমিত সময়ের জন‌্য গণপরিবহন চলবে কিনা, নাকি আগের মতই বন্ধ থাকবে। এ বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে সরকারের পক্ষ থেকে। এদিকে লকডাউন বাড়ানো হলেও গণপরিবহন চালু করার জন‌্য মালিক সমিতি ও শ্রমিকরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। তারা দাবি আদায়ে মাঠ পর্যায়ে কর্মসূচি পালন করছে। গণপরিবহন চালু করা না হলে কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছে শ্রমিকরা। বর্তমান লকডাউন তথা বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারছে। তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ আছে। এ ছাড়া যাত্রীবাহি নৌযান ও ট্রেনও আগের মতো বন্ধ আছে। তবে গত ২৫ এপ্রিল থেকে দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়েছে। খোলা আছে ব্যাংকও। এ ছাড়া জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলোও খোলা রাখা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের চলমান বিধিনিষেধ রোববার (১৬) মে শেষ হচ্ছে। চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন রোববার থেকে আরেকদফা বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।

Share this content:

Related Articles

Back to top button