জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির বর্ষপূর্তি

এবিএনএ : “সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যা জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তাদেরকে একে অন্যের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। যেমনটি দেখা গেছে দুইটি পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর। “
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির বর্ষপূতি ও প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, সাগর রুনি হত্যা মামলার সঠিক বিচারের দাবিতেও আমরা সাংবাকিদের ঐক্যবদ্ধ হতে দেখেছি। আঞ্চলিকতার টান থাকলে সেটি আরও জোরদার হবে। এলাকার সব সাংবাদিকের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের পরিবর্তনের জন্য রাজনৈতিক ব্যক্তিদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আর সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। রাজনীতি ও সাংবাদিকতা- এই দুই পেশার মানুষ যদি পেশাদারিত্বের পরিচয় দিতে পারে, তবে দেশ নির্দিষ্ট উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে। তবে কার‌ও সঙ্গে সমঝোতায় যাওয়া যাবে না। তাহলে জাতি গঠনে এটি বাধা সৃষ্টি করবে। “
সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতা করতে হবে, যেটি এখন পত্রপত্রিকা আর টেলিভিশনে খুব কম দেখা যায়। “
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতিরি সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেগম আকতার জাহান।
অনুষ্ঠানে ইউএনবি’র চেয়ারম্যান আমান উল্লাহ খান বলেন, “সাংবাদিকদের যে কোনও পরিস্থিতিতে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করতে হবে। কোনও রকম মিথ্যা সংবাদের আশ্রয় নেওয়া যাবে না। ” বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে যে কোনো সহযোগিতা দিতে ইউএনবি প্রস্তুত বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতিসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button