
এবিএনএ: রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের কাঁচাবাজার কর্তৃপক্ষ ২০১৭ সালের ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার সকালে ডিএনসিসির কাঁচাবাজার মার্কেটে আগুন লাগার পর তিনি এমন মন্তব্য করেন। শনিবার দুপুরে তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এতথ্য জানান। মন্ত্রী বলেন, ‘ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার কর্তৃপক্ষ ২০১৭ সালের ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করেনি।’
এ সময় দুর্ঘটনায় হতাহত এড়াতে বিল্ডিংকোড মেনে ইমারত নির্মাণের পরামর্শ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যেকের বাসাবাড়ি-অফিসে অগ্নিপ্রতিরোধক গ্যাসসহ সিলিন্ডার রাখলে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রত্যেকের উচিত নিজ দায়িত্বে জীবন বাঁচাতে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা।’ বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবেদন পেলে সুপারিশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ধীরে ধীরে এই প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। আপনারা জানেন, যখন বসুন্ধরা সিটি মার্কেটে আগুন লাগে, তখন আমাদের পাঁচ তলা পর্যন্ত রেসকিউ লেডার (বিশেষ সিড়ি) ছিল না। এখন আমাদের ২০ তলা পর্যন্ত কভার করার রেসকিউ লেডার রয়েছে। যদিও এর অনেক বেশি তলাবিশিষ্ট ইমারত ঢাকায় আমরা নির্মাণ করছি।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে “সেভ ঢাকা” নামে একটি প্রকল্প নেওয়ার চিন্তা করছে সরকার। এর জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হবে। ঢাকা, উত্তরা, পূর্বাচলসহ এলাকায় বহুতল ভবন নির্মাণ, নকশা, সড়ক, ফায়ার সার্ভিস ব্যবস্থাপনায় কী কৌশল থাকবে তা নিয়ে কাজ করবে পরামর্শক প্রতিষ্ঠান। প্রকল্পটি এখনো ডিজাইন করা হয়নি। একেবারে প্রাইমারি পর্যায়ে। এর জন্য বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে। অনেকে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু চূড়ান্ত হলে প্রকল্প তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে ৬০ হাজার স্বেচ্ছাসেবক কর্মী তৈরি করেছে ফায়ার সার্ভিস। যারা চুড়িহাট্টায় উদ্ধার কাজে অংশ নিয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ড নির্বাপনে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি একস্থানে না রেখে এসব শহরে ছড়িয়ে বিভিন্নস্থানে রাখার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে করে যানজটের শহরে কোথায় আগুন লাগলে এর কাছাকাছি দূরত্বের ভারী যন্ত্রপাতি কম সময়ে ব্যবহার করা যায়। দ্রুত তথ্য পৌঁছাতে সবাইকে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পরামর্শ দেন মন্ত্রী।
রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই আজ ভোরে গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজার আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার এই অগ্নিকাণ্ড কাঁচাবাজারের ২৯১টি দোকান ভস্মীভূত হয়েছে। কাঁচাবাজারের সামনের পাঁচ তলা গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কাঁচাবাজার লাগোয়া গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট তেমন ক্ষতি হয়নি। এর আগে ২০১৭ সালের ২ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছিল গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট। তখন দোতলা মূল বিপণি বিতানের পাশের এই কাঁচাবাজারও সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। বাজারটি নতুন করে গড়ে তোলার দুই বছরের মধ্যে আবারও আগুনে পুড়ে গেল।
Share this content: