
এবিএনএ : রাজনৈতিক সংকটের সমাধান ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত গণমাধ্যম দিবস-২০১৮ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘যে সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করেন, সংকটের সমাধান করেন। আলোচনায় বসেন, কথা বলেন। সব দাবি মানতে হবে এমনতো নয়। তবে সংকটের সমাধান করে তারপর নির্বাচনে যান। কিছুই না করে যদি নির্বাচনে যান তাহলে যা হওয়ার তাই হবে।’
তিনি বলেন, ‘২০১৪ সালে যেভাবে নির্বাচন করেছেন সেভাবে তো এবার হবে না। এবার এদেশের মানুষ এই ধরনের নির্বাচন মেনে নেবে না— এটা পরিষ্কার। কতবার জেলে দেবেন, কতজনকে মারবেন, কতজনকে গুম করবেন— করতে পারেন। এবার এই ধরনের নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘নির্বাচন সম্পর্কে আমাদের কথা খুব স্পষ্ট— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাই। নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’
এ সময় তিনি গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে ক্ষমতাসীন দল ও পুলিশ প্রশাসনের কর্মকাণ্ডের কঠোর সমালোচনাও করেন।
গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের বিকল্প নাই উল্লেখ করে ফখরুল বলেন, ‘একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে। এই ফ্যাসিস্টদের হাত থেকে কোনো মতেই মুক্তি পাবেন না যদি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারেন। সকল শক্তিকে একত্রিত করতে হবে— এটাই বাংলাদেশের ইতিহাস।’
সভায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান প্রমুখ বক্তব্য দেন।
Share this content: