এবিএনএ: আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওনের। বলিউডে তার নাম বিতর্কিত হলেও জনপ্রিয়তায় তিনি ছাড়িয়ে গিয়েছেন অনেক বড় নায়িকাদের। তাকে অভিনেত্রী হিসেবে এখন সকলে চেনেন। এটাই তার প্রাথমিক পরিচয়। কিন্তু অভিনেত্রীকে যদি দেখা যায় রাজনীতিতে? হ্যাঁ, সানিকে রাজনীতিতে দেখা যাবে বটে। তবে তা অনস্ক্রিন।
সামনেই মুক্তি পাবে সানি অভিনীত দক্ষিণী ছবি ‘ভিরামাদেবী’। মলয়লম, কন্নড়, তেলুগু এভং হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। এরপর আরও একটি দক্ষিণী ছবিতে নাকি সই করেছেন সানি। সেখানে তামিলনাড়ুর এক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
যদিও এই ছবির বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি সানি। কিন্তু তিনি আগে বহুবার জানিয়েছেন, সব রকম চরিত্রে কাজ করতে চান। আর নিজেকে রিপিট না করে নিজের অভিনয় দক্ষতা বাড়াতে চান। ফলে শুধুমাত্র বলিউডে আটকে না থেকে পর পর দক্ষিণী ছবিতে কাজ করছেন তিনি।