এবিএনএ: বিএনপির পদযাত্রায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর কাওরান বাজার থেকে মিরপুর-১০ পর্যন্ত গিয়ে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকায় পুলিশের জলকামান নিয়ে সেখানে অন্তত ৫০ জন পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এরপর কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটেও অনেক পুলিশ সদস্যকে দেখা গেছে।