জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাঙামাটিতে পাহাড়ধসে ১০ জনের মৃত্যু

এবিএনএ : টানা ভারী বর্ষণে রাঙামাটির নানিয়ারচরের তিনটি গ্রামে পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন একজন। আজ সকালে এ ঘটনা ঘটে। পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বড়পুল পাড়া এলাকার একই পরিবারের সুরেন্দ্র লাল চাকমা (৪৮), স্ত্রী রাজ্য দেবী চাকমা (৪৫) ও মেয়ে সোনালী চাকমা (০৯)। বাকিরা হলেন- রুমেল চাকমা (১২), ধর্মচান পাড়ার ফুল দেবী চাকমা, ইতি চাকমা, দুই বছরের শিশু ও আরো একজন অজ্ঞাত। এছাড়া হাতিমারা এলাকার রীতা চাকমা ও রিটেন চাকমাও মারা যান। নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

Share this content:

Related Articles

Back to top button