জাতীয়লিড নিউজশিক্ষা

মঙ্গলবার থেকে দেশের সব পলিটেকনিক শাটডাউন ঘোষণা

এবিএনএ: আন্দোলনরত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। ছয় দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

সোমবার রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ নামক সংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে।

‘ছয় দফা না হয় মৃত্যু’ এমন ঘোষণাও দেন তারা।

ছয় দফা দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করছেন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ব্যাপারে গত ১৬ এপ্রিল একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আশ্বাসে ২১ এপ্রিল রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করে আন্দোলন সাময়িক স্থগিতে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

তবে একদিন পরই তারা সিদ্ধান্ত পাল্টান। ২২ এপ্রিল তাদের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত থেকে তারা ফিরে এসেছেন। তারা আন্দোলন অব্যাহত রাখবেন। কয়েক দিন তারা কঠোর কর্মসূচি না দিলেও মঙ্গরবার থেকে আবার কঠোর কর্মসূচি ঘোষণা করলেন।

Share this content:

Related Articles

Back to top button