
এবিএনএ: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে গত ১৪ ঘণ্টায় ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং পাঁচজন নিহত হয়েছেন। রোববার দুপুর এবং গভীর রাতে এসব গোলাগুলির ঘটনা ঘটে। রোববারের এ রাতটিকে শিকাগো পুলিশ ‘সহিংস’ রাত হিসেবে অভিহিত করেছে। শিকাগো শহরের পুলিশ প্রধান ফ্রেড ওয়ালার সিএনএন’কে বলেন, স্থানীয় কিছু গ্যাং এসব ঘটনা ঘটিয়েছে। একটি ঘটনায় হামলাকারী ভিড়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। সাম্প্রতিক সময় শিকাগোতে গোলাগুলি ও হত্যার হার বেড়ে গেছে। ২০১৭ সালে শিকাগোতে গোলাগুলির হার ছিল ৩০ শতাংশ এবং খুনের হার ছিল ২৫ শতাংশ।
Share this content: