জাতীয়বাংলাদেশলিড নিউজ

পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এবিএনএ: পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে দেখা করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কক্ষে এই অনানুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সচিবের কক্ষে পৌনে এক ঘণ্টা অবস্থান করেন মার্কিন রাষ্ট্রদূত মিলার। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান তিনি।এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোট দেওয়া বাংলাদেশের কোটি কোটি ভোটারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ায় সব দলকেও ধন্যবাদ জানায়। ২০১৪ সালে নির্বাচন বয়কট পরিস্থিতির পর এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে।এতে আরও বলা হয়, বাংলাদেশের ভবিষ্যত ও গণতান্ত্রিক উন্নয়ন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র গভীরভাবে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক উন্নতি, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বাংলাদেশের অভূতপূর্ব রেকর্ড রয়েছে। আমরা ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলকে সঙ্গে নিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চাই।রবার্ট আরও বলেন, ‘নির্বাচনের আগে আমরা হয়রানি ও সহিংসতার নির্ভরযোগ্য খবর পেয়েছি। এতে অনেক বিরোধী দল ও তাদের সমর্থকদের স্বাধীনভাবে সভা,মিছিল ও প্রচার কঠিন হয়ে পড়ে।’

Share this content:

Back to top button