এবিএনএ : অভিনেতা অজয় দেবগণের ছবি ‘শিবা’র ট্রেলার ট্রেলার দিয়ে কাঁপছে ইউটিউব। ইতিমধ্যে এ ছবির ট্রেলার প্রায় ৩ কোটি দর্শক ইতিমধ্যে দেখে ফেলেছেন।
ছবির ট্রেলার মুক্তির পর থেকেই হুমড়ি খেয়ে পড়েছেন অজয় ভক্তরা। গত বছরের ৭ আগস্ট অজয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। মাত্র ১ দিনেই ৩১ লাখেরও বেশিবার এ ট্রেলার দেখেন দর্শকরা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২ কোটি ৯৭ লাখ ৭৯হাজার ১৭৬জন দর্শক ইউটিউবে দেখেছেন। ৩ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, অজয় একজন হিমালয়ের পর্বতারোহী, নিষ্পাপ সাধারণ মানুষ। কিন্তু নিজের পরিবারকে বাঁচাতে তাকে একজন বিনাশকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়।
অজয় দেবগণ ছবির ট্রেলার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘এর কোনও শুরু নেই, এর কোনও শেষও নেই, ছবিটি কোনও ব্যক্তির গল্প নয়, এ হল এক শূন্যতা যেখানে ভগবান শিব বসবাস করেন।’ তবে ট্রেলার থেকে সেই অর্থে অনেককিছু বোঝা না গেলেও, যেটা বোঝা যাচ্ছে তা হল— এটি এমন একজন মানুষের গল্প, যার জীবনে একটা লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য পূরণের পথে যেসব বাধার সম্মুখীন হতে হয় সেই বাধা অতিক্রম করার গল্পই হল ‘শিবা’। এই ছবির মুখ্য দুই অভিনেত্রী এরিকা কার এবং সায়শা সায়গালকে ট্রেলারে তেমন দেখা যায়নি। গত বছরের ২৮ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘শিবা’ পরিচালনা এবং প্রযোজনা করছেন অজয় নিজেই।