জাতীয়বাংলাদেশলিড নিউজ

যে কোনো মূল্যে মাদক দমন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। তাই যে কোনো মূল্যে আমরা মাদক দমন করব। শনিবার তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি নির্মূলে আমরা যেমন সফল হয়েছি তেমনি মাদক নির্মূলেও সফল হব। বর্তমানে মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। তাই যে কোনো মূল্যে আমরা মাদক দমন করব। তরুণ প্রজন্মকে নিয়ে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মাদক নির্মূল করতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন, আমরা সুশাসনের জন্য কাজ করছি। এ জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব করব। যে অপরাধ করবে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

Share this content:

Related Articles

Back to top button