
এবিএনএ : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সম্মেলনে নাজমা আক্তার সভাপতি এবং অপু উকিল সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শুধু একজনের নামই প্রস্তাব করেন কাউন্সিলররা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হলেন সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা এবং দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক নিলুফা রহমান।
এর আগে ২০০৪ সালের ৫ মার্চ এ সংগঠনটির প্রথম সম্মেলন হয়। তখন নাজমা আক্তার সভাপতি এবং অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Share this content: