জাতীয়বাংলাদেশলিড নিউজ

যুদ্ধ নয়, আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধান: প্রধানমন্ত্রী

এবিএনএ : জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার দেওয়া পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়েই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’

সোমবার রাজধানীর তেজগাওঁয়ে নিজ কার্যালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিবিএ) সদস্যভুক্ত ৩১টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক হস্তান্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা জানান। গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া বক্তৃতায় রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Share this content:

Related Articles

Back to top button