বিনোদন

পাইলটের সঙ্গে অন্তরঙ্গ অ্যানিস্টন

এবিএনএ : বিমানের ককপিটে পাইলটের সঙ্গে অন্তরঙ্গভাবে মেলামেশা করেছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। সম্প্রতি প্রচারিত এলেন ডেজেনারেসের টক শো অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন এ অভিনেত্রী। অনুষ্ঠানে ‘নেভার হ্যাভ আই এভার’ একটি খেলা রয়েছে। যেখানে অতিথিদের প্রশ্ন করা হয় এবং তারা প্ল্যাকার্ড উঁচিয়ে তার উত্তর দেন। যখন উপস্থাপক এলেন এ অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, তিনি কখনো আকাশে বিমান উড়ার অবস্থায় অন্তরঙ্গ হয়েছেন কিনা? তখন অ্যানিস্টন, প্ল্যাকার্ড উচিয়ে হ্যাঁ সূচক উত্তর জানান। এখানেই শেষ নয়। এলেন এরপর বিষয়টির গভীরে গিয়ে তাকে প্রশ্ন করেন, তিনি কী পাইলটের সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন ? জবাবে উপস্থিত সবাইকে অবাক করে অ্যানিস্টন আবারো সম্মতিসূচক প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরেন। তিনি জানান, সহকারি পাইলটের সঙ্গে বিমানের ককপিটে তিনি ঘনিষ্টভাবে মেলামেশা করেছেন। ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজের র‌্যাচেল চরিত্রে অভিনয় করেছেন অ্যানিস্টন। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত এ টিভি সিরিজের দশটি সিজন প্রচার হয়।

Share this content:

Back to top button