,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

যুক্তরাষ্ট্র সাউথজার্সী মেট্রো আ’লীগের হালচাল, চলছে ভানুমতির খেলা (পর্ব-২)

 

এবিএনএ : বিজয়ের মাস ডিসেম্বর, এ মাস আসতেই আওয়ামীলীগের নেতা কর্মীরা উজ্জীবিত হন। যুক্তরাষ্ট্রে সাউথজার্সি মেট্টো আ’লীগের বিভাজনটি সর্বকালের বৃহৎ পরিসরে রুপনেয়। গত ৩০ নথেম্বর তারিখ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সাথে নিউইয়ার্ক মেঝবান রেষ্টুরেন্টে দেখা করেন মেট্রো আওয়ামীলীগের ১ নং যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ শাহীন ও ১ নং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল। ড. সিদ্দিকুর রহমান কে কমিটির চলমান অবস্থা ও বিবাদমান বিভেদ সম্পর্কে বলেন।  ড. সিদ্দিকুর রহমান আসস্থ করে বলেন তিনি এসব অরাজকতার অবসান ঘটাবেন। তারই ধারাবাহিকতায় ১২/০১/২০১৭ তারিখ সাউথজার্সি মেট্টো আ’লীগের সভাপতি সিরাজুরদ্দৌলা ভুইয়াকে মোবাইলে ফোন দিয়ে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সবাইকে একসাথে  কাজ করতে বলেন। সিরাজুরদ্দৌলা ভুইয়া সেই দিন ই নেতা কর্মীদের সভাপতি হিসেবে বর্তমান অবস্থা জানার জন্য তার হেগ হারবার সিটির বাসভবনে চা এর নিমন্ত্রন জানান। যার প্রেক্ষিতে ৫নং সহ-সভাপতি আহসান হাবিবের সাথে সদস্য সামসুল ইসলাম শাহজাহান, সাব্বির ভুইয়া, ও শহীদ খান ঐ দিন তার বাস বভনে যেয়ে তাকে শাসিয়ে আসেন এই বলে যে আপনি সম্মান নিয়ে বাসায় থাকেন অনুষ্ঠান হলে দাওয়াত দিব। অন্যদিকে পরদিন সহ-সভাপতি পলাশ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক মহাম্মদ শাহীন, এমডি জামান, গোতম নাগ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, মিঠু, প্রধান উপদেষ্টা জাহঙ্গীর ভুইয়াসহ সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ সিরাজ ভুইয়া কে আসস্থ করেন সংগঠনের কার্যক্রম পরিচালনায় তার সংঙ্গে থাকবেন। সিরাজুদ্দেলা ভুইয়া গত ১২/১১/২০১৭ তারিখ বিজয় দিবস উপলক্ষে একটি মিটিং ডাকেন। মূলত এখান থেকেই কট্টোর গ্রুপ ও উদার পন্থি গ্রুপ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ে। এসব গঠনার ঘন্টা না গড়াতেই নিউইয়র্কে থাকা উদারপন্থী গ্রুপের নেতা জসিম, সদস্য শহীদ, সামসু ও যুক্তরাস্ট্র আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সহ-সভাপতি আকতারুজ্জামান ষড়যন্ত্রের কঠিন ঝাল বিস্তার করে। বাংলাদেশে থাকা সভাপতি সিদ্দিকুর রহমানকে ভুল বুযান এবং সাউথজার্সি মেট্টো আ’লীগের সভাপতি সহ অনেকে মিটিং বন্ধ করতে বলেন। বিতর্কিত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজাদ, প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর ভুইয়াকে ফোনে হুমকিদেন এই বলে তাকে আসন্ন কমিটিতে রাখা হবে না যদি পত্রিকায় বিজ্ঞপ্তি না দেয় ও সদস্য শহীদ খানের কথা না শুনেন। বাংলাদেশ থেকে ড.সিদ্দিকুর রহমান সংগঠনের সভাপতিকে অনুরোধ করেন বিজয় দিবসের মিটিংটি বন্ধ করতে। এবং প্রতিশ্রুতি দেন তিনি এর সমাধান করবেন। ড.সিদ্দিকুর রহমানের সাথে একাধিক বার এ বিষয়ে কথা হয় সাংগটনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুলের সাথে তিনি বলেন সাংগঠনিক নিয়মে ১২.২০.১৭ এর আগে সৃষ্ট জটিলতা সমাধান করবেন। যার প্রেক্ষিতে সম্মেলিত সবাই বসে প্রেস এর মাধ্যমে উক্ত বিজয় দিবসের সভাটি স্থগিত করেন। অন্য দিকে বীর মুক্তিযোদ্ধা তাহের ভূইয়ার মদদ পুষ্ট রফিক, ইমরান গ্রুপের বিজয় দিবসটি গত, ১২.১৯.১২ তারিখে স্থানীয় মিষ্টেক রেষ্টুরেন্ট এ পালন করেন। অপর দিকে জসিমের গ্রুপটি ১২.২০.১৭  তারিখে গরমেট রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়। ৭-৮ জন সদস্য বলেন জসিম শহিদের সাথে কমিটির ৫ জন সদস্য সহ ১১-১২ জন সদস্য আছেন ও নিউইয়ার্ক থেকে টাকার বিনিময়ে কিছু মতলববাজ নেতা, ও সাংগটনিক অনুষ্ঠন দিয়ে ২৫-৩০ জন সর্বমোট ৪০-৫০ জন (বাচ্চাসহ) লোক হয়। প্রকৃত আওয়ামীলীগ প্রেমী ১ জন ও নাই ওদের গ্রুপে। তারা আরও সাংগঠনিক নিয়ম নীতির তোয়াককা না করে ড.সিদ্দিকুর রহমানের ছবি সম্বলিত পোষ্টার করে প্রচার করে। সভাপতি সহ অসংখ্য নেতা কর্মীর নাম বাদ দিয়ে কমিটির বাইরের লোকদের কাছ থেকে টাকা খেয়ে পোষ্টার বানায়। ড.সিদ্দিকুর ও বির্তকিত ছামাদের দোহাই দিয়ে অন্যায়কে ন্যায় বলে ছালিয়ে যাচ্চে। কথা হয় সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু সাথে। ‍তিনি ক্ষীপ্ত স্বরে বলেন জননেত্রী শেখ হাসিনার উচিৎ এ মূহুর্তে সিদ্দিককে রিমান্ডে নিয়ে গরম ডিম দেওয়া, কারন হিসাবে তিনি বলেন পথে-ঘাটে সজিব ওয়াজেদকে বিক্রি করে যা আওয়ামীলীগের জন্ম চরম ক্ষতিকর। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ ও সহ সভাপতি আক্তার এই তিন খলিফাই দলটিকে ধংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। মিঠু আরও বলেন কে এই সিদ্দিক, আজাদ, আক্তার জানেন? এদের মূখোশ খুলে দেওয়া হবে। এ সম্পর্কে কমিটির প্রভাবশালী সদস্য চট্রগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা ফারুক তালুকদার বলেন এ প্রসঙ্গে গত বছর নিউইয়ার্ক এয়ারপোটে সিদ্দিক ভাইকে অনুরোধ করে বলেছিলাম আপনি সবার নেতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জননেত্রী আপনাকে মননিত করেছেন যুগপোযগী সিন্ধান্ত নেওয়ার কিন্তু আপনি অসাংগঠনিক লোকদের দিয়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের হয়রানী করছেন এটা বন্ধ করুন। তিনি সেদিন বলেছিলেন আটলান্টিক সিটিতে গিয়ে সবাইকে নিয়ে বসবো। দীর্ঘ তিন বছরে একাধিক বার আসলেও কতিপয় বির্তকিত লোককে প্রতিষ্ঠিত করে অমাদের মত ত্যাগী নেতা কর্মীদের বুকে ছুরি বসিয়ে চলে যান। তিনি বলেন আমি এ ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করি। সাইথজার্সি মোট্রো আওয়ামীলীগের সাংগঠনিক সাম্পদক আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’র চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ ও সাংবাদিক নেতা দশম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর ২নং আসনে বাংলাদেশ আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক শওকত শিমুল বলেন বাংলাদেশ ও বিশ্বের ৩২টা দেশে আওয়ামীলীগ ও তার সঙ্গ সহযোগী সংগঠন মিলিয়ে ২০৫২০০০ এর উপরে ইউনিট আছে যে ইউনিট গুলি পরিচালনা হয় সংগঠনের সাংবিদানিক নিয়মে। কিন্তু অত্যান্ত দু:খের বিষয় আমাদের সাউথজার্সি মোট্রো আওয়ামীলীগের বিন্দু মাত্র নিয়মের বালাই নাই। এ ব্যাপারে সম্প্রতি আমি ড.সিদ্দিকুর রহমানের সাথে একাধিক বার কথা বলেছি তিনি আস্বস্ত করেছেন দেখবেন কিন্তু কথাই সার। তাবে একটি গ্রুপ ভুল বুজিয়ে অসাংগঠনিক কথা ও কাজ করছেন তাহলে ভুত ছাড়াবো কাকে দিয়ে। ড.সিদ্দিকুর রহমান মনে করেন এখানে তার বিরুদ্ধে একটি গ্রুপ আছে তাদের আওয়ামীলীগ করতেই দিবেন না। আর তার অনুমদিত কমিটির লোক বলতে ২জন সদস্যকে বুঝেন। যারা কিনা এখানে আওয়ামীলীগ করা না করা নিয়ে বিতর্কিত। শওকত শিমুল বলেন এখানে কিছু সাধুবেশী মূখোশধারী , ধান্দাল, মতলববাজ, লম্পট প্রকৃতির নরপিশাচের কথা ড.সিদ্দিকুর সাহেব শুনছে। এবং প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের অপমান অপদস্থ করছেন। এর সম্পূর্ন দায়ভার তাকেই নিতে হবে। তিনি সাংবাদিকদের মাধ্যমে ৩০ দিনের সময় বেধে দিয়ে বলেন এর মধ্যে সাংগঠনিক কার্যক্রম সাংবিধানিক ভাবে পরিচালনা করতে ব্যর্থ হলে তিনি এক যোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিটির ত্যাগী নেতা কর্মী নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে চরম আন্দোলন চালিযে যাবে। তিনি সংবাদ কর্মীদের মাধ্যমে বিবাদমান সকলকে এক পতাকা তলে আসার আহবান জানিয়ে বলেন আসুন বাংলাদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাউকে বাদ না রেখে সকল আওমীলীগ প্রেমী একযোগে কাজ করি। (চলবে) 

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited